জার্মিনেশন পদ্ধতি
বীজগুলো ১- ২ ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নিবেন। বীজগুলো পানিতে ভিজিয়ে রাখবেন ১০-১৫ ঘন্টা । পরে সেগুলো একটা ভিজা (হালকা পানি) সুতি কাপড়/টিস্যুতে মুড়িয়ে একটা বৈয়মে রেখে দিবেন ৪-৫ দিন। বৈয়মের মুখ ভালোভাবে আটকে গরম জায়গায় রাখবেন। প্রতিদিন চেক করবেন,পানি শুকিয়ে গেলে পানির ছিটা দিবেন। পরে সেগুলো থেকে চারা বের হলে মাটিতে রোপন করে দিবেন।